কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/১৩
অবয়ব
(পৃ. ১৩৪)
১৩
ভাবো, অনুশাসনের বাগর্থ ভেঙেছি
আর সভ্যতার কোলাহল থেকে
সরিয়ে নিয়েছি সাবেক গ্রন্থনা, এবার শৈশব
পিপাসা শেখাবে
ধান ও জলের সুন্দর লিখি আজ, কতদিন
গেল খরার পাঁচালি আর
স্বগতোক্তি নিয়ে, প্রতীকের ভাষা খুঁজে-খুঁজে
এখন তাহলে উৎসে ফিরে যাক
চেতনাপ্রবাহ, শুনি শবর-শবরীকথা সুষুম্না-সংসার
দেখি মুখ লালকমলের
দেখি মুখ নীলকমলের