বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/১৪

উইকিসংকলন থেকে

১৪
আলো হোক, আলো হোক, আলো হোক, আলো

মুহূর্তের সমস্ত পিপাসা মুছে নিয়ে
লেখো রাত্রি
লেখো জয়
লেখো আকাশ লেখো আকাশ লেখো হে আকাশ

স্পন্দন, তোমাকে শিখি
ধূলো, তোমাকেও
গাঢ় চুম্বনের দাগ ঘাসে-ঘাসে, দিনের পরিধি জুড়ে
শিখি এই প্রকাশের আয়ু

আলো হোক, আলো হোক, আলো হোক, আলো