বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/১৬

উইকিসংকলন থেকে

১৬
পুড়ে যাচ্ছে আঁখি-তারা, ইড়া ও পিঙ্গলা
ধ্যান ভেঙে যায়, কায়াতরু
থেকে জেগে ওঠে কামমোহিতের শ্লোক
এই পরম্পরা আজ শিখে নিচ্ছে
রূপান্তর, তবু দাহ থেকে যায় পুরোনো রিপুর
পাঁচ শাখা যায় পাঁচ দিকে
খামারের বুক চিরে, কোষে-কোষে, মাটি ও হাওয়ায়
পুড়ে যাচ্ছে স্মৃতিবীজ ধ্যানের প্রহর
ও আঁখি ও তারা ....