কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/২
অবয়ব
(পৃ. ১৩১)
২
নোনামাটি থেকে অঙ্কুরের পাঠ নিই
আর, উপকূল থেকে
শিখে নিই বয়নের টানা ও পোড়েন
এই, এই তো পিপাসা
সব পরিভাষা ভেঙে দেয় রোজ
শুধু অন্নজল আর চলার রূপক থেকে
জেগে ওঠো শাকস্তুরী দিন...