বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/৩

উইকিসংকলন থেকে


জল গোপন বার্তার মতো বয়ে যাচ্ছে।
ঢেউয়ে-ঢেউয়ে সন্ধাভাষা
আর শ্যাওলা-পাথরের গায়ে পুঞ্জ পুঞ্জ
স্মৃতির জাঙাল
তবুও সমস্ত ক্লান্ত প্রতিবেদনের ভাষা
মুছে দেয় জল
প্রতীকের কৃতি ও গ্রন্থনা নিঃশব্দে ফুরোয়
বয়ে যায় জল, জলের স্বভাবে....