কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/৪
অবয়ব
(পৃ. ১৩১-১৩২)
৪
হে আলো, প্রণাম
অন্ধকার, তোমাকেও সেলাম সেলাম
বিন্দু বিন্দু মৃত্যু, প্রতিরাত
প্রতিদিন প্রতিশব্দহীন ক্ষয়
ওষধি খুঁজেছি, নেই কোনো
বিশল্যকরণী
এই চক্রব্যুহে সাত রথী নয়
বন্ধুরা ঘিরেছে।
এই তীর শিখণ্ডীর আর এই ক্ষত
দিয়েছে ফাল্গুনী
অন্ধকার, তোমাকে প্রণাম
হে আলো, সেলাম