কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/৫
অবয়ব
(পৃ. ১৩২)
৫
তাতে পুড়ে যাচ্ছে চোখ
ঝলসে যাচ্ছে জিহ্বা
এই সমাচার আজ, শোনো
দাঁত থেকে নখ থেকে
উথলে উঠছে বিষ
ভাষা থেকে খুঁটে-খুঁটে তুলে নিচ্ছি।
উড়ালের স্মৃতি
তাতে পুড়ে যাচ্ছে চোখ
ঝসে যাচ্ছে জিহ্বা
এই সমাচার আজ, শোনো