কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/৭
অবয়ব
(পৃ. ১৩৩)
৭
হলুদ লণ্ঠন, দুলে-দুলে উঠছে
বালকবেলার
গানের ইশকুল থেকে, ফরফর করে
উড়ে যাচ্ছে।
নোটেশন-ভরা খাতা আর সূর্যাস্তের
জটিল মুহূর্ত সব
মনে পড়ে পউষের মেড়ামেড়ি রাত
আমাদের কচিকাঁচা
প্রেমপত্রগুলি, খসড়ার স্কুপ থেকে
উঠে-আসা বিরহ-বিরহ খেলা
মনে পড়ে, হলুদ লণ্ঠন, বয়ঃসন্ধি জুড়ে
স্বপ্ন আর দ্বিধার প্রস্তুতি