কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/কিংবদন্তির ভোর/৮
অবয়ব
(পৃ. ১৩৩)
৮
এখন নির্জন। মধ্যদুপুরের গভীর স্তব্ধতা! মাঝে-মাঝে
আকাশের লিরিক-বিহীন মেঘে বৃষ্টির সংকেত। শুধু এই। তবু
রোদে-পোড়া মাঠে নাগরিক মেধা খোঁজে ভাষার পুরাণ। এই বার্তা
নিয়ে এল গৌড়বঙ্গে মফঃস্বলবাসী.. শেকড়ের টানে
জাগো, রাত্রির চুম্বনে জাগো, জাগো সমস্ত স্তব্ধতা ভেঙে, জাগো
নির্মিতির সজল নবীন