বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/১০

উইকিসংকলন থেকে

১০
তোমার অস্তিত্ব আজ আশ্বিনের রোদ
তোমার ভূবন মানে শস্যের বিস্তার
তোমার সহজ আজ প্রাণময় কোষ
তোমার চোখের মায়ায় আদিগন্ত নীল

প্রত্যেক মায়ের চোখে দেখি আজ
তোমার নীলিমা
প্রতিটি ফুলের প্রতিটি পাতার একান্ত উপমা
তোমাকেই জানে

তোমার অস্তিত্ব মানে টোড়ি ও ললিতে ভোর প্রতিদিন।
তোমার তুলনা খুঁজে-খুঁজে শব্দেরা নিঃশব্দ হলো আজ