কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/১১
অবয়ব
(পৃ. ১২১)
১১
কথা নয়, কথা নয় কোনো
অশ্রুর তর্পণে
আজ ধুয়ে যাক সব বাচালতা,
পাতার মর্মরে
জেগে থাক আমার মায়ের হাসি
পদ্মের কোরক
ঘিরে থাক রোজ মায়ের প্রতিমা
লাবণ্য জাগুক
প্রতীকের আড়ম্বর মুছে দিয়ে
বালকবেলার
অনুপুঙ্খগুলি আজ ধুয়ে যাক তাঁর
চোখের জ্যোৎস্নায়