কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/১২
অবয়ব
(পৃ. ১২২)
১২
তোমার একান্ত মায়া গভীর গভীরতর
হয়ে এল
খণ্ডিত বসুধা জুড়ে, নিঃশ্বাসে-প্রশ্বাসে
বিষাদ সহজ
হয়ে গেলে কেউ কেউ ফিরে যায়
অভ্যাসের
নিপুন বয়নে, কখনো বা গাছের কোটরে
বলে যায়
মেনে নিতে হবে এই রূঢ় অবসান
নিয়মের
পাঁজি পুথি জেনে, আর কেউ কেউ
দেখে শুধু
অনুপুঙ্খময় ছায়ার সঞ্চার