বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/২

উইকিসংকলন থেকে


প্রতিদিন ভোরের আজানে শুনি
তোমার মূৰ্ছনা
মাতৃহারা প্রহরের শোক জেগে থাকে
প্রতিটি সন্ধ্যায়

দিন চলে যায় দিনের নিয়মে

নিঃসঙ্গ রাতের কান্না শুনে
একা-একা ঝরে যাচ্ছে।
স্মৃতির গ্রন্থনা