বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/৩

উইকিসংকলন থেকে


পাখি-মা কুলায় ভেঙে উড়ে গেছে
পড়ে আছে পালকের ছায়া।

এই সত্য মেনে নিতে বলে বিবেচক
পাখির সমাজ
খড়কুটো জুড়ে আছে যত উড়ালের স্মৃতি
সমস্ত অতীত


পালকের ছিল মেঘ ছিল আলো
ছিল তার
স্বপ্ন আর যন্ত্রণা মেশানো দীর্ঘতর
পরম্পরা

পাখি জানে আকাশের রেখা যত বড়ো
তত দূর অশ্রুর সীমানা
তাই খোঁজে পাখি-মাকে কনীনিকা থেকে
কুয়াশা ঝরিয়ে