কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/৬
অবয়ব
(পৃ. ১১৯)
৬
সবশেষে পড়ে থাকে নাভিপিণ্ড, নিরাকার ছাই
শ্মশানবন্ধুরা সব জানে
মাটিতে মিশিয়ে দেয় দ্রুত অবাস্তব অনুষঙ্গ যত
ঘড়া-ঘড়া জল ঢেলে ধুয়ে দেয়
চিতা-অবশেষ, দার্শনিক শঙ্করের ভাষ্য দিয়ে বলে
সব কাজ প্রথামতো করো!
মাটির কলস ঠুনকো হাতে ভেঙে দিয়ে কাঁধে রাখে
সামাজিক হাত, বিজ্ঞ উচ্চারণে
শেখায় অভ্যাসের গাথা: শেকড়ের ঋণ ভুলে যাও
দ্যাখো না পেছন-ফিরে
পড়ে রইল চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাওয়ার
শৈশব, কৈশোরের ছায়াতরু
পড়ে রইল কুয়াশা-সরানো রোদে সহজ মায়ার
আঁকিবুকি, দুধের সরের মতো স্মৃতি
নিভে গেছে চিতা, তবুও আগুন জ্বলে
পল-অনুপল