কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/৭
অবয়ব
(পৃ. ১১৯-১২০)
৭
কোলাহল শেষ করে উঠে যায় রুদালিরা
অশ্রুহীন চোখ মুছে নিয়ে
নির্বোধ আঙুল শুধু ছুঁতে চায় মায়ের চিবুক
কপালের ভাজ, অপার্থিব হাসি
নোলকের মতো তিল ছুঁয়ে ভাবি, একবার
এ আঙুল যদি হত ঘুম-ভাঙানিয়া
সোনার কাঠির মতো, প্রিয় তিলে চুমু খাই
যদি ভাঙে নিদালির ঘোর
তবু জাগে না জাগে না স্থির আঁখিতারা
মায়ের ঠোঁটের কোনে হাসির উদ্ভাস, তবু
একে কেউ বলে না বাস্তব
শবাধারে গাঢ়তর হয় শুধু মৃত্যুর হিমানি
উচ্ছল জ্যোৎস্নাকে মুচড়ে দেয়
তীব্র হরিধ্বনি, কালরাত্রি নেমে আসে।
সন্তানের নিদ্রাহীন চোখে
চিতার আগুনে জ্ঞাতিকাষ্ঠ দিয়ে ঘরে ফেরে নিরুদ্বিগ্ন
ব্যস্ত প্রতিবেশী
সমস্ত স্থাপত্য ভেঙে হাহাকারে ফেটে যায় প্রতিধ্বনিহীন
ফিরে আয় ফিরে আয় ধ্বনি...