বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/৮

উইকিসংকলন থেকে


দিনলিপি জুড়ে শুধু ছিদ্রহীন অসূর্যার অন্ধ অনুভব
এলিয়ে পড়েছে কথকতা
লাবণ্যের ভাষা শুষে নিয়ে রেখে গেছ নিথর মুহূর্ত শুধু
এই বার্তা তোমাকে জানাই

বেঁচে আছি তোমাকে ছাড়াই, এই ক্রুর উচ্চারণ
বড়ো হন্তারক বিষ-গুল্মময়
তোমার সমস্ত আলো অরুণ-বরুণ-কিরণমালাকে দিয়ে
মিশে গেছ অন্ধকারে, পারাপারহীন

অমোঘ বিদায় আজ যাপনের অনুপুঙ্খ হলো
তুমি আছ চিরদিন তবু নেই নেই নেই।
নেই?
কেন নেই তুমি?