কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/পালকের ছায়া/৯
অবয়ব
(পৃ. ১২০-১২১)
৯
সমস্ত রূপক ভেঙে দিচ্ছে অন্ধকার
সব ভাষা, সব আলো
গিলে খাচ্ছে তোমার এমন চলে-যাওয়া
পড়ে আছে স্পর্শধন্য অনুপুঙ্খগুলি
ভোরের আলোর মতো মায়ায় জড়ানো।
স্মৃতি, তোমাতে বিলীন আজ
বাচাল শব্দের আয়তন ভেঙে দিয়ে
গভীর নৈঃশব্দ্যে মিশে যায়
একাঘ্নী বিষাদ
শূন্যের বাস্তব শুষে নিচ্ছে রূপকের আয়ু