কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১
অবয়ব
(পৃ. ১২২)
সময়-পিশাচ
১
যতটুকু লিখি, শুধু শূন্য। আজ
সব কথকতা থেকে
নিভে যায় আলো। যাকে লিখি
সে আসলে শূন্যের পরিধি
নেই, কোনোকেন্দ্র নেই। শুধু
নেই-টুকু আছে, এই জানা
শূন্যকেই গাঢ় করে দেয়। লিখি
এই শূন্যের দোহাই দিয়ে