কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১০
অবয়ব
(পৃ. ১২৫)
১০
রেখেছে আগুন ঘিরে প্রতিদিন
পুড়ে পুড়ে কালো হলো রাত
এই তো এখন দিনলিপি
ভাষা, আর কত জানাবে নগ্নতা?
নাম নেই গোত্র নেই পরিচয় নেই কোনো
ছিড়ে-খুঁড়ে আলো, গান
এল কোন্ সময়-পিশাচ? ভেসে যাই
প্রলয়-পয়োধি জলে
মায়া-দর্পণের বুকে টুকরো-ছবি?
সে কী আমি!
ভাষা, আর কত জানাবে শূন্যতা?