কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১২
অবয়ব
(পৃ. ১২৬)
১২
নির্জন হয়েছে যাত্রারেখা
এবার না হয় নামুক শ্রাবণ
একা গাই লাঙলের বারমাস্যা
ভোতা শব্দের ফলকে
লিখে রাখি কৃষি-সমাচার
শস্যের ফলনে ফিরে এসো
মনসামঙ্গল গীতি
সপ্তডিঙা মধুকর নিয়ে জাগে কালিদহে
আনো হেঁতালের লাঠি নিছনি নগরে
লিপিকর, লেখো এই গৌড়গাথা
গাই লাঙলের বারমাস্যা
আর, লিখে রাখি কৃষি-সমাচার