বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১৩

উইকিসংকলন থেকে

১৩
পুঁথি থেকে আখরেরা ছিটকে পড়ছে রোজ
হাওয়ায় মিলিয়ে যাচ্ছে খরোষ্ঠী অক্ষর সুতনুকা লিপি
পরিব্রাজকের লাঠি আর কমণ্ডলু নিয়ে বেরিয়ে পড়েছে সব
পাঠ-পাঠান্তর, চৌত্রিশ-ভনিতা থেকে সরে যাচ্ছে দ্রুত
রোদ আর মেঘের আশ্রয়, ফুল্লরার বারমাস্যা থেকে খসে পড়ছে
দুখজাগানিয়া শ্রুতি, সবুজের আভাহীন পোড়া এ বাথানে
ফিরে আসবে কী কখনো লীলা কঙ্ক হারামনি হাসানরাজার ঘরদোর
শূন্যের মাঝারে শুধু নিরুত্তর আখরেরা উড়ে যাচ্ছে হাওয়ায় হাওয়ায়