কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১৪
অবয়ব
(পৃ. ১২৭)
১৪
ভাঙা সাঁকো, কবেকার কাঠ-চেরাইয়ের স্মৃতি নিয়ে জাগে
গিটে গিটে গভীর সন্ন্যাস, আজ দুলছে সাঁকো দুলে দুলে
সব একান্ত বিষাদ, পুরোনো শৈবাল ঝেড়ে ফেলে দিচ্ছে নিচে
অনেক নিচুতে শুকনো খাত, জলরেখা নেই কোনোখানে
কোনো শোক নেই, ছায়া নেই, খরখরে বালি ও পাথর
জমে আছে শুধু, নেই কোনো পাখিদের ওড়াউড়ি, ধু ধু
হাওয়া লোফালুফি করে বালি, ছিটকে দেয় বালির স্তব্ধতা
অনেক উপরে ঐ ভাঙা সাঁকো দুলে দুলে ঝেড়ে ফেলে
আরো কিছু পুরোনো শৈবাল, ফিরে যায় ভ্রমণকারীরা
ফের এক কাঠ-চেরাইয়ের আয়োজন নিয়ে আলোচনা করে