বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১৭

উইকিসংকলন থেকে

১৭
যাই। ব্যর্থ দিন আর কৃপণ রাতের গাথা
লিখে রাখি।

স্পর্শ রেখে যাও ওগো নিশীথিনী। ভোর এল
চোখের কোটরে

যাই। কারো কাছে নয়, শুধু পথে ভেসে-ভেসে
ভাবি সমস্ত প্রতীক

রয়ে গেছে আগুনে ঝলসানো অক্ষরের স্তুপ। এই নিয়ে
যাই কবি-সম্মেলনে

এ কী জয় নাকি পরাজয়? শুধুই স্রোতের কাছে।
ঋণ মেনে নিই