কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১৮
অবয়ব
(পৃ. ১২৮)
১৮
এই মাটি খুঁড়ে জল উঠেছিল কোনোদিন
অফুরান গণ্ডুষে গণ্ডুষে
জল-ভ্রমে আগুন খেয়েছি, আর
মাটির ভনিতা দিয়ে ঢেকে রেখেছি কুহক
এভাবে সময় যায় কথনের ছলে
বাক্য থেকে মেধা ঝরে গেছে, তবু
শব্দের বাকল ছিড়ে-খুঁড়ে
পদ্যের সংকেত খুঁজি রোজ
খুঁজতে-খুঁজতে ভুলে যাই ফেলে-আসা পথ
মাটির বিষাদ আর জলের বিজ্ঞতা
দেখি, রয়ে গেছে শুধু টুটো-ফাটা
স্মৃতির আদল