কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/১৯
অবয়ব
(পৃ. ১২৯)
১৯
লিখি পোড়া তৈজসের ভাষ্য, লিখি
আগুনের পাদটীকা
কত রঙ মেখেছ হিংস্রতা
ভব্যতার মুখোশ শেখাও
এই, এই আমাদের লিখন-প্রণালী
দিনে বিদূষক হই, রাতে দার্শনিক
ভাঙা এ কলমে লিখি সমাচার
আত্মহননের।