বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/২

উইকিসংকলন থেকে


মাটি ও শস্যের মধ্যে আজ কোনো
মুখ দেখাদেখি নেই,
শুধু কিছু নম্র শোক আঁচল বিছিয়ে দেয়
প্রতিদিন, শিশুদের
গভীর কান্নার সুরে জেগে ওঠে ক্ষুধা
স্তনে দুধ নেই

দানাপানি নেই বছর-বিয়োনি মায়েদের
খামারের স্মৃতি নিয়ে
আকালের রাত গাঢ় হয়ে ওঠে, কাঙালের
অবসন্ন গানে!