কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/২২
অবয়ব
(পৃ. ১৩০)
২২
আর কতবার গড়া হবে স্বরলিপি
ভাষা-গুল্ম থেকে? যদিও ইশারা ছিল
ফসলের, ভিক্ষুকের জন্যে নেই
বাগর্থের মায়া! শুধু দিগন্ত রাঙিয়ে যায়
শেষ আলো, বিহানবেলার। আর কত
লিখি ভার নিথর আন্ধারে?