কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/৩
অবয়ব
(পৃ. ১২৩)
৩
ঠুকরে ঠুকরে ছিড়ে-খুঁড়ে খেয়ে নিচ্ছে কারা হাড়-মাংস
আমাদের মেধা-মজ্জা সুখ ও অসুখ
শকুনের ভোজসভা এরকম হয়, হয়ে থাকে
ফসলের মাঠ ছিল কোনোদিন, আপাতত ভাগাড়ের
বিপুল বিস্তারে কোথাও রয়েছে পালকের স্তূপ
কোথাও বা ফি্নকি দিয়ে ওঠে রক্তের প্রবাহ আর দ্যাখো ঐ
মাছিদের ওড়াউড়ি
প্রতিদিন আলোর পাঁজর ছিড়ে এভাবেই আসে অন্ধকার
প্রতিরাত এই নিয়ে যাই ঘুমের ভেতরে
এই বাকে বৈভব নেই, রূপকের অবভাস নেই