কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/৫
অবয়ব
(পৃ. ১২৩-১২৪)
৫
মুঠো-ভর্তি ধুলো, কেন একে এতদিন পরাগ ভেবেছি!
সময় জহ্লাদ হলো ভেঙে দিয়ে রূপোর কাঠিকে
জাগি, জেগে থাকি আজ
খড়ের প্রতিমা, তাকেই ঈশ্বরী ভেবে নিজেকে সঁপেছি!
৫
মুঠো-ভর্তি ধুলো, কেন একে এতদিন পরাগ ভেবেছি!
সময় জহ্লাদ হলো ভেঙে দিয়ে রূপোর কাঠিকে
জাগি, জেগে থাকি আজ
খড়ের প্রতিমা, তাকেই ঈশ্বরী ভেবে নিজেকে সঁপেছি!