কবিতাসংগ্রহ/কিংবদন্তির ভোর/সময়-পিশাচ/৬
অবয়ব
(পৃ. ১২৪)
৬
সমস্ত আড়াল খুলে ভাষা
নিয়ে এল
ক্রোধ ঘৃণা তৃতীয় বিশ্বের
হাওয়ায় বারুদ, গর্ভকোষে
যন্ত্রণার
তুমূল সিমফনি নিয়ে এল
মা, আমার মা, ভাষা থেকে
সব বাচালতা
তুলে নিয়ে ফিরিয়ে দে শৈশবের ভোর
ভাষা, আজ শুধু দহন শেখাও