কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/অনন্তের সংসার

উইকিসংকলন থেকে

অনন্তের সংসার

জটিল বৃষ্টির আলো দুঃখকেই অমোঘ করেছে, দিয়েছে
সামান্য তাপ, জলীয়তা, বিচ্ছুরিত খেদ
কিছু জেনে কিছু বুঝে হেলাভরে বেলা চলে যায়
যায় বিজন আবহ থেকে অনিবার্য
চোখের আড়ালে
দিনান্তবেলায় তাকে চলে যেতে দেখেছিল অনন্তের বউ

অনন্ত মালীর ঘরে বউ আছে ছেলেপুলে নেই।
বৃষ্টিপতনের শব্দে
তাদের একাকী রাত পার হয়ে যায়, ভেসে যায়
অনিবার্য তাপ
কিছু জেনে কিছু বুঝে চোখের আড়ালে

জটিল বৃষ্টির আলো দুঃখকেই অমোঘ করেছে