কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/একা জাগে অন্তর্জলি

উইকিসংকলন থেকে

একা জাগে অন্তৰ্জলি

যাই সুষুপ্তির ঈষৎ আমিষ-দেশে, যাই
একা অন্তর্জলি
মণিকর্ণিকার জাগরণে, ধর্মযাজকের
পবিত্র পুস্তিকা দেখে বলি:
আগুন জ্বালিয়ে নিয়ে নিয়ম-মাফিক

কখনো সুষুপ্তি ভাঙে, শুনি প্রিয় তোমার নিঃশ্বাস
ছিলে ঘুম-ভাঙা-ভোরে বিকীর্ণমন্মথা
আর, বলেছিলে:
'হয়তো আকাশ তোমাকেও দিয়েছিল ছুটি'

হয়তো আকাশ, হয়তো আকাশ নয়
শুধু লাজুক যৌনতা থেকে
উঠে আসে ছুটির সন্তাপ, গ্রন্থিমোচনের
অলীক প্রতিভা
তাই আজ আগুনের জিভে লেলিহ সন্ত্রাস
আমিষের দেশে
একা জাগে অন্তৰ্জলি মণিকর্ণিকায়

যাই আরো একবার
ভারাতুর সুষুপ্তির কাছে, ভাবি তুমি
কেন বলেছিলে:
'হয়তো আকাশ তোমাকেও দিয়েছিল ছুটি'