কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ক্ষুধার বিশ্বরূপ

উইকিসংকলন থেকে

ক্ষুধার বিশ্বরূপ

শীতের উনোন ছুঁয়ে বসে আছে ভিখিরির শিশু
আগুনে পুড়ছে।
কুটো-কাটা, খুঁটের সমিধ
একান্নবর্তী ভাঙা হাঁড়িতে ধীরে ধীরে রূপ নিচ্ছে
ওর বাক্যপথাতীত ব্রহ্ম

এই দৃশ্যে চমৎকৃতি নেই, শীতের উনোন
ভিখিরির অন্ন, আর
নির্বিকল্প তাপ— এতে কোনো
মনোহর চিত্রকল্প নেই

গোল হয়ে বসে আছে ভিখিরির শিশু ও বনিতা
ক্ষুধার বিশ্বরূপ
ফুটে উঠছে জটিল সুন্দর এই শীতের উনোনে

আগুনের আঁচে হেসে উঠছে।
ভিখিরির শিশু
কেননা তক্ষুনি
হাঁড়ির গভীরে ঈশ্বর সুসিদ্ধ হয়েছেন।