কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/গাছবিষয়ক

উইকিসংকলন থেকে

গাছবিষয়ক

গাছের সংসারে ছিল কাঁচাখেকো রোদ— ছিল ফুল, ছিল
বীজ, পাখিটির ছায়া— দ্রাবিড় বনানী থেকে
উড়ে এসেছিল তোটকের ঘ্রাণ, কুঁড়িটির হাসি গাছ
শিখে নিয়েছিল— সমর্পণে, মৌন অভিমানে
বাম্পাবলী শুষে নিয়েছিল, লাবণ্যের খুব কাছাকাছি গিয়ে
ফেটে পড়েছিল একা-একা— কোথাও পাখির
শব্দ নেই শুধু তার ছায়া পড়ে আছে গাছের শরীরে, বীজে—
বুঝি কোনো গোপন আহ্বাদে ফুটেছিল
গৌতম বুদ্ধের চোখ তার সূচীবিদ্ধ ফুলে, ধীরে-ধীরে
কুঁড়িটির হাসি পাতার আড়ালে
ন’লক্ষ কুসুম হয়ে ফোটে— শুধু সমর্পণে শুষে নিয়ে
গাঢ় হাহাকার
গাছের সংসার জুড়ে শুয়ে থাকে কাঁচাখেকো রোদ।