কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ঘড়ি

উইকিসংকলন থেকে

ঘড়ি

আজ, ঘরে-ঘরে, সংঘবদ্ধ বেজে উঠছে ঘড়ির সন্ত্রাস
সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত
একই রকম
গড়িয়ে গিয়েছে— অনবরত ঘড়ির শব্দে আমাদের
প্রত্যেকের ঘর
কেঁপে উঠছে— একটা ঘড়ি দশটা হয়ে বেজে যাচ্ছে
প্রতিদিন আর প্রতিরাত্রে
ঘড়িদের
তী শিস শুনতে-শুনতে আমাদের ঘুম ভেঙে যাচ্ছে
একই রকম
ভোর হচ্ছে রোজ-রোজ— আড়মোড়া ভাঙতে-ভাঙতে
এক-ই রকম
হাই তুলছি আমরা আর ঐসব
ঘড়িদের শব্দে
ফেটে যাচ্ছে ঘরের দেয়াল— কখনো হঠাৎ
এক সঙ্গে ভয়ংকর বেজে
উঠছে ওরা, ঘরে-ঘরে, আজ শুধু জেগে উঠছে ঘড়ির সন্ত্রাস
এই এক-ই রকম
সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত
গড়িয়ে গিয়েছে