কবিতাসংগ্রহ/তুমি সেই পীড়িত কুসুম/ডেটলাইন আসাম ১৯৮৩

উইকিসংকলন থেকে

ডেটলাইন আসাম ১৯৮৩

আমার নিজস্ব কুশপুত্তলিকা আমি আজ
নিজেই পোড়াব

আমি নিরুপায় দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখব
ফসলের মাঠ ঢেকে গেছে

রক্তের কলঙ্করেখায়, রমজানের অকলঙ্ক চাঁদ
গলে পুড়ে গেছে পিশাচ-সন্ত্রাসে
আদিগন্ত বধ্যভূমি জুড়ে আর নেই ভ্রাতৃদ্বিতীয়ার
শান্ত আয়োজন

যমদুয়ারে দিতে কাটা
বোন দিয়েছে ভাইকে ফোঁটা
মর্তে নরক স্বর্গেও জুহৃদ
ভায়েরা তাই গিয়েছে যম-দুয়ার

আমি নির্বিকার দাঁড়িয়ে-দাঁড়িয়ে দেখব
আমাদের ধর্ষিত শরীর শুয়ে আছে বসুধানিবিড় হয়ে
দেখব, শিশু ও মায়ের হিম আলিঙ্গন মৃত্যুতেও
কত অশিথিল।
দেখব, শিশুর কবন্ধ রক্তপায়ী শকুনের ঠোটে
সংবাদলোভন হলো

মর্ত্যে নরক স্বর্গেও জাহ্লাদ
ভায়েরা দ্যাখো গিয়েছে যম-দুয়ার

ধমনীতে রক্ত নেই জীবনে আবেগ নেই ক্রোধে কেন্দ্র নেই
কেবল বিষ
রক্তে তাপ নেই আবেগে স্বপ্ন নেই কেন্দ্রে আলো নেই
কেবল বিষ

যম-দুয়ারে দিতে কাঁটা
বোন দিয়েছে ভাইকে ফোঁটা
ভোরের আজানে জাগবে না সে-ভাই জাগবে না
আর কোনোদিন
কোজাগরি রাতে জাগবে না সে-বোন জাগবে না
আর কোনোদিন

আমি নিরুপায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব
গৃধ শকুনির চকিত ভ্রমণ, আর
আমাদের অন্ধ বধিরতা
আমার নির্লজ্জ কুশপুত্তলিকা আমি আজ
নিজেই পোড়াব