কবিতাসংগ্রহ ৩/নিজস্ব গোধূলি/৭
অবয়ব
(পৃ. ১৬)
হয়তো এবার শুরু হবে অন্য কথা
তাই উসকে দাও ক্ষত
প্রতিটি ধমনি দিয়ে বয়ে যাক বিষ
তবু খুঁজে নেব আজ
নতুন বয়ন নতুন হেঁয়ালি-ভরা নতুন বাস্তব
ভেঙে যাচ্ছে দ্যাখো পুরোনো খিলান
রাত॥ ৮-৪০॥ ১২.১২.২০১০॥ তদেব