কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৩৬
অবয়ব
(পৃ. ৯৭)
৩৬
কতটা আলোর কাছে গেলে মুছে নিতে পারি
অন্ধকার, সেই কথা বলো
কতটা চিহ্নের কাছে গেলে ভুলে যেতে পারি
বাক্-চতুরতা, আমাকে বোঝাও
কার কাছে এসব জানাই? নিজের ছায়ার কাছে!
প্রতিধ্বনি ফিরে আসে
অমোঘ নৈঃশব্দ্য নিয়ে, কোনো ভাষা দিয়ে
জাগাতে পারি না আর
চতুরতা মুছে দেয় আলোর ইশারা
সব চিহ্ন গিলে খায় রূঢ় অন্ধকার
এবার আমাকে নেবে? নাও, শুষে নাও
সকাল ৮-০০, ২৭.৮.১১, সংস্কৃত বিদ্যাপীঠ, বিশ্রান্তি নিলয়, দিল্লি