কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৫০
অবয়ব
(পৃ. ১০৬)
৫০
সব বর্ণ ও অক্ষর ঝাপসা হয়ে যাচ্ছে
মুখ থুবড়ে পড়ে যাচ্ছে বাক্য ও বিষাদ
মুছে যাচ্ছে যতিচিহ্ন, ঝলসে যাচ্ছে সব
চারদিক ম’ম করছে তিক্ত কটু পোড়া গন্ধে
এসব কি আমার-ই লেখার কথা ছিল?
পাড়াতুতো বোন, লেখো আগুনের ভাঙা সমাচার
রাত ৯-২০, ১৪.৯.১১, বিশ্ববিদ্যালয় আবাসন