কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৫৬
অবয়ব
(পৃ. ১০৯-১১০)
৫৬
ভুলে-যাওয়া জীবনের ইতিকথা লিখতে লিখতে
যতটুকু গল্পের আভাস তৈরি হলো
তাতে থাবা গুঁজে বসে আছে প্রথম চুম্বনের স্মৃতি
কিংবা স্মৃতিভ্রম, ছন্নছাড়া বিষাদের
পিছুটান, লুপ্ত কবিতার পঙ্ক্তি আর কোনো-এক
প্রখর গ্রীষ্মের স্তব্ধ খাদের কিনারা...
রাত ১০-২০, তদেব