কবিতাসংগ্রহ ৩/পুড়ে যায় এই জন্ম/৭
অবয়ব
(পৃ. ৭৯)
৭
তোমার থাকুক জ্যোৎস্না, আমার থাকুক রোদ
তোমার থাকুক চোখ, আমার থাকুক তন্দ্রা
তোমার থাকুক ভোর, আমার থাকুক রাত
তোমার থাকুক ঘ্রাণ, আমার থাকুক ফুল
তোমার থাকুক জ্যোৎস্না, আমার থাকুক রোদ
অটোয়া, ১৯.৬.১১, কানাডা- সময় সন্ধ্যা ৬-০০ (ভারতীয় সময় ভোর ৩-৩০)