কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৩৬
অবয়ব
(পৃ. ১৩৩)
৩৬
কিছু কথা হলো এর পরে দীর্ঘ নীরবতা
কী হবে এসব লিখে
যা ঘটে কখনও বদলাতে পারি না
যেখানে তুমি আছো
কোনোদিন সেখানে পৌঁছাতে পারিনি
তবু কথা বলি তুমি শুনে নাও
দীর্ঘতর নীরবতা অবরোধ হয়ে ওঠে আরও
লেখাকেও এগোতে দেয় না
যা যেমন ছিল তেমনই থাকে এখবর
জেনে নিই আজ
সন্ধ্যা ৬-০০॥ তদেব