কবিতাসংগ্রহ ৩/প্রচ্ছন্নের বোধ/৫
অবয়ব
(পৃ. ১১৭)
৫
ভাবি, প্রতিটি মুহূর্ত থেকে নিংড়ে নেব
সব দাহ সব অপমান
কালো দাগ মুছে নিয়ে লিখে দেব
আলো ও ঈশ্বর
অস্তবেলা জুড়ে দেখি শূন্য, শূন্যের ভেতরে
শূন্য প্রতিরোধহীন
বিকেল ৩টা, ২৫.০৯.১১, বিশ্ববিদ্যালয় আবাসন