বিষয়বস্তুতে চলুন

কবিতাসংগ্রহ ৩/হে আগুন, শুশ্রূষা করো/৫০

উইকিসংকলন থেকে

৫০

এখন নামার পালা, অনেক উড়েছি
মাটি থেকে ধুলো থেকে
গেছি বহুদূর, দেখেছি আকাশ জুড়ে
অনেকেই রেখে গেছে
উড়ানের অন্তহীন ছায়া তাই আজ
ফিরে যাই নিজস্ব বাথানে
ঐখানে মাটি ঐখানে ধুলো ঐখানে মায়া
আমার সমস্ত

বিকেল-১-৫৫॥ ১৩.১২.১০॥ IC7710 বিমানে