কবিতা/সে আমার গেছে চলে

উইকিসংকলন থেকে

সে আমার গেছে চলে।

শেষ বারিবিন্দু যেন দগ্ধ প্রান্তরের,
শেষ আশা মোর হায় সকল সুখের!
সুখের স্বপন ভাঙ্গি সুখটুকু কেড়ে,
স্বপনের ফুল যেন শুষ্ক তরু ছেড়ে।
দগ্ধ প্রাণে একমাত্র প্রীতিপারাবার
শান্তিময়ী সুখময়ী মূর্ত্তি মমতার,
আঁধারের আলো যেন রাখিয়া আঁধার,
আমারে একাকী ফেলে
সে আমার গেছে চলে
কি যেন অভাবে প্রাণ কি যেন আমার