কল্পনা/চৈত্ররজনী

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

চৈত্ররজনী

আজি উন্মাদ মধুনিশি, ওগাে
চৈত্রনিশীথশশী।
তুমি এ বিপুল ধরণীর পানে
কী দেখিছ একা বসি,
চৈত্রনিশীথশশী।
কত নদীতীরে, কত মন্দিরে,
কত বাতায়নতলে—
কত কানাকানি, মন-জানাজানি,
সাধাসাধি কত ছলে।
শাখা প্রশাখার, দ্বার-জানালার
আড়ালে আড়ালে পশি
কত সুখদুখ কত কৌতুক
দেখিতেছ একা বসি,
চৈত্রনিশীথশশী।

মোরে দেখাে চাহি, কেহ কোথা নাহি—
শূন্য ভবনছাদে
নৈশ পবন কাঁদে।
তোমারি মতন একাকী আপনি
চাহিয়া রয়েছি বসি,
চৈত্রনিশীথশশী ।

১৯ বৈশাখ ১৩০৪ জোড়াসাঁকো। কলিকাতা