কুরু পাণ্ডব/১২

উইকিসংকলন থেকে

১২

 পাণ্ডবগণের পুর প্রবেশের আয়ােজন সম্পূর্ণ হইলে, ধর্ম্মরাজ কম্বলাজিনসংবৃত শ্বেতবর্ণ ষোড়শ-বলীবর্দ্দের দ্বারা আকৃষ্ট সুবৃহৎ শুভ্র রথে আরোহণ করিলে ভীমপরাক্রম ভীমসেন তাঁহার রথরশ্মি গ্রহণ, মহাবীর অর্জ্জুন তাঁহার মস্তকে শ্বেতছত্র ধারণ এবং মাদ্রীপুত্রদ্বয় দুই পার্শ্বে অবস্থানপূর্ব্বক শ্বেত চামর ব্যঞ্জন করিতে লাগিলেন। এই রূপে পঞ্চভ্রাতা রথারূঢ় হইলে ধৃতরাষ্ট্র-তনয় যুযুৎসু এবং বাসুদেব ও সাত্যকি পৃথক্ পৃথক্‌ রথে উঁহাদের অনুগমন করিতে লাগিলেন। অন্ধরাজ ধৃতরাষ্ট্র গান্ধারীর সহিত মনুষ্যবাহ যানে সকলের অগ্রে এবং কুন্তী দ্রৌপদী প্রভৃতি মহিলাগণ নানাবিধ যানে বিদুরকর্ত্তৃক রক্ষিত হইয়া সঙ্গে চলিতে লাগিলেন। এইরূপে পরিবার-বেষ্টিত মহারাজ যুধিষ্ঠির হস্তিনাপুরাভিমুখে যাত্রা করিলেন।

 অনন্তর মহারাজ যুধিষ্ঠির ক্রমে ক্রমে সেই রাজমার্গ অতিক্রম করিয়া রাজভবন-সমীপে উপনীত হইল পৌরগণ তাঁহার সন্নিধানে সমাগত হইয়া কহিতে লাগিল―

 মহারাজ! আপনি সৌভাগ্য ও পরাক্রমপ্রভাবে ধর্ম্মানুসারে শত্রুগণকে পরাজয় করিয়া পুনর্ব্বার রাজ্যলাভ করিয়াছেন। এক্ষণে আমাদের অধীশ্বর হইয়া ধর্ম্মানুসারে প্রজাপালন করুন।

 এইরূপে ধর্ম্মরাজ সাধুগণের পূজিত ও সুহৃদ্‌বর্গে পরিবৃত হইয়া স্বীয় বিস্তীর্ণ রাজ্যে অভিষিক্ত হইলেন। মাঙ্গল্যক্রিয়া শেষ হইলে তিনি কহিলেন—

 হে বিপ্রগণ! মহারাজ ধৃতরাষ্ট্র আমাদের ও পিতৃতুল্য; অতএব যদি আমার প্রিয় কার্য্য সাধন আপনাদের উদ্দেশ্য হয় তবে, আপনারা সতত তাঁহার শাসনানুবর্ত্তী ও হিতানুষ্ঠান পরতন্ত্র থাকিবেন, আমি সমস্ত জ্ঞাতিবধ করিয়াও কেবল তাঁহার সেবা করিবার জন্য জীবন ধারণ করিয়া আছি। এক্ষণে এই সমগ্র সাম্রাজ্য এবং পাণ্ডবগণ তাঁহারই অধীনে রহিল। মহাশয়গণ! আমার এই কথা আপনারা বিস্মৃত হইবেন না।

 অনন্তর পৌর ও জনপদবর্ত্তী সকলে প্রস্থিত হইলে যুধিষ্ঠির ভীমসেনকে যৌবরাজ্য প্রদানপূর্ব্বক ধীমান বিদুরকে মন্ত্রণা কার্য্যে, বৃদ্ধ সঞ্জয়কে কার্য্যাকার্য্য নিদ্ধারণে, নকুলকে সৈন্যের তত্ত্বাবধানে, অর্জ্জুনকে রাজ্যরক্ষায়, সহদেবকে শরীর রক্ষায় এবং পুরােহিত ধৌম্যকে দৈবকার্য্যের অনুষ্ঠানে নিযুক্ত করিয়া কহিলেন—

 তোমরা সতত অধ্যবসায়ের সহিত রাজা ধৃতরাষ্ট্রের আদেশ প্রতিপালন করিবে। এবং পৌর ও জনপদবর্গের কোন কার্য্য উপস্থিত হইলে তাহা বৃদ্ধ রাজার আজ্ঞা লইয়া সম্পাদন করিবে। এক্ষণে তোমরা সকলে ক্ষত-বিক্ষত-দেহ ও শ্রান্ত ক্লান্ত রহিয়াছ, অতএব স্ব-স্ব গৃহে গমনপূর্ব্বক শ্রমাপনোদন ও বিজয়সুখলাভ কর।