ক্ষণিকা/অপটু

উইকিসংকলন থেকে

অপটু

যতবার আজ গাঁথনু মালা
পড়ল খসে খসে-
কী জানি কার দোষে।
তুমি হোথায় চোখের কোণে
দেখছ বসে বসে।
চোখদুটিরে, প্রিয়ে,
শুধাও শপথ নিয়ে,
আঙুল আমার আকুল হল
কাহার দৃষ্টিদোষে॥

আজ যে বসে গান শোনাব
কথাই নাহি জোটে,
কণ্ঠ নাহি ফোটে।
মধুর হাসির খেলে তোমার
চতুর রাঙা ঠোঁটে।
কেন এমন ত্রুটি
বলুক আঁখি দুটি।
কেন আমার রুদ্ধ কণ্ঠে
কথাই নাহি ফোটে।

রেখে দিলাম মাল্য বীণা-
সন্ধ্যা হয়ে আসে।
ছুটি দাও এ দাসে।
সকল কথা বন্ধ করে
বসি পায়ের পাশে।
নীরব ওষ্ঠ দিয়ে
পারব যে কাজ, প্রিয়ে
এমন কোনো কর্ম দেহো
অকর্মণ্য দাসে॥