গল্পসল্প/যেটা তোমায় লুকিয়ে-জানা

উইকিসংকলন থেকে

যেটা তোমায় লুকিয়ে-জানা সেটাই আমার পেয়ার;
বাপ মা তোমায় যে-নাম দিল থোড়াই করি কেয়ার।
সত্য দেখায় যেটা দেখি তারেই বলি পরী;
আমি ছাড়া ক’জন জানে তুমি যে অপ্সরী।
কেটে দেব বাঁধা নামের বন্দীর শৃঙ্খল,
সেই কাজেতেই লেগে গেছি আমরা কবির দল;
কোনো নামেই কোনো কালে কুলোয় নাকে যারে
তাহার নামের ইশারা দেই ছন্দে ঝংকারে।